ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ভারতের সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৩১ ডিসেম্বর ২০২৪

ভারতের বিভিন্ন প্রদেশে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। আর দেশটির সবচেয়ে দরিদ্রতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)। 

এডিআর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রয়েছে ১৫ লাখ টাকার সম্পত্তি। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু। টিডিপি নেতা চন্দ্রবাবুর মোট ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে এডিআর। প্রতিবেদন অনুসারে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা।

এডিআর প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআর-এর তথ্য অনুসারে, দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকার।

মমতার মতো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তিও কোটি টাকার নীচে। ওমরের রয়েছে ৫৫ লক্ষ টাকার সম্পত্তি। মমতার পর তিনিই দেশের দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী। এছাড়া বাকি প্রত্যেক মুখ্যমন্ত্রীই কোটিপতি। মমতা এবং ওমরের পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। তাঁর রয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তি।

চন্দ্রবাবুর পরেই সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার মোট ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পরেই রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তার রয়েছে ৫১ কোটি টাকার সম্পত্তি। 

প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি ঋণ রয়েছে খান্ডুর (১৮০ কোটি টাকার)। এ ছাড়া সিদ্দারামাইয়ারও প্রায় ২৩ কোটি টাকার ঋণ রয়েছে। তবে ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর ঋণ রয়েছে ১০ কোটি টাকারও কম।

এডিআরের তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকার সম্পত্তি। বিহারের নীতীশ কুমারের রয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পত্তি। দিল্লির আতিশী মার্লেনারও রয়েছে ১ কোটি ৪১ লাখ টাকার সম্পত্তি। এ ছাড়া তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটি টাকার সম্পত্তি। অসমের হিমন্ত বিশ্বশর্মার ১৭ কোটির সম্পত্তি আছে। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটির সম্পত্তি।

এডিআর আরও জানিয়েছে, ১৩ জন মু‌খ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে খুন, অপহরণ-সহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

সূত্র: আনন্দবাজার

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি