ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘বাংলাদেশে কিছুই নেই’, আবারো শুভেন্দুর কটাক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ১৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে কটাক্ষ করে আবারও বক্তব্য দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপির এই নেতা বলেছেন, বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। 

তিনি দাবি করেন, ওই দেশে (বাংলাদেশে)  দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র মানুষ এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী বলেও কটাক্ষ করেছেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা।

এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ করেছেন। 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি। 

শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।

এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি