ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ভারতের অর্থমন্ত্রী ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৩ অক্টোবর ২০১৭

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনিবিমানবন্দরে বাংলাদেশের অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান

বিমানবন্দর থেকে অরুণ জেটলিকে নিয়ে যাওয়া হয় সোনারগাঁও হোটেলে। তিন দিনের এই সফরে তিনি সেখানেই থাকবেন। এদিন বিকাল সাড়ে ৫টায় হোটেলেই এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতীয় অর্থমন্ত্রীর।

জেটলির সঙ্গে এই সফরে রয়েছেন ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল। এই সফরে তৃতীয় দফায় বাংলাদেশকে ৪০০ কোটি ডলারের ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি হবে বলে সোমবার ভারতীয় দূতাবাস জানায়।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের জন্য সাড়ে চারশো কোটি ডলার ঋণের ঘোষণা দেয় ভারত।

 

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি