রুশ সেনাদের সেলফিতে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ১১:৫২, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:০৮, ৬ অক্টোবর ২০১৭
রাশিয়ার সেনা সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেলফি ও ইন্টারনেটে ব্লগ পোস্ট করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় একটি আইনের খসড়া তৈরি করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনা সদস্যদের তোলা ছবির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় স্থান সম্পর্কে শত্রুপক্ষ নানা তথ্য পেয়ে যেতে পারে। তাছাড়া স্বয়ংক্রিয় ভূ-অবস্থানের মাধ্যমেও জানা সম্ভব হবে যে সেনারা কোথায় অবস্থান করছে। এ নিরাপত্তার কথা ভেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি রাশিয়ার কিছু সেনা সদস্যের তোলা সেলফিতে ইউক্রেন ও সিরিয়ায় রুশ সেনা ঘাঁটির কিছু দৃশ্য চলে আসে। এই কারণেই এ নিষেধাজ্ঞা আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও ২০১৪ সালে রাশিয়ার এক সেনা সদস্য ইউক্রেনভিত্তিক রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর কাছে গ্র্যাড রকেট সরবরাহের একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন। যা পরবর্তীতে গণমাধ্যমে চলে আসে। এই ঘটনা সময়ে বেশ আলোচনার সৃষ্টি করেছিলো।
আর/টিকে
আরও পড়ুন