ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিমের বোন
প্রকাশিত : ১৬:০৪, ৯ অক্টোবর ২০১৭
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন নিজের ছোট বোন কিম ইয়ো-জংকে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে তাকে।
শনিবার (৭ অক্টোবর) পার্টির প্রভাবশালী কেন্দ্রীয় কমিটির সভায় ৩০ বছর বয়সী ইয়ো-জংকে এই পদোন্নতি দেওয়া হয়। সে সময় দলটির আরো কয়েকজন নেতাকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভাপতির পর অন্যতম সর্বোচ্চ নীতি-নির্ধারক এই পদে আগে ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট কিম জং-ইলের বোন ।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, শনিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক সম্মেলনে কিম ইয়ো-জংকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নেওয়া হয়।
আল-জাজিরার খবরে বলা হয়, ২০১১ সালে ক্ষমতায় বসার পর থেকে ছোট বোন কিম ইয়ো-জংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন কিম জং-উন। এছাড়া নানা সময়ে কিমের সঙ্গে বিভিন্ন সফরে দেখা গেছে তাঁকে।
সূত্র: আল-জাজিরা
এম/ডব্লিউএন
আরও পড়ুন