ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোমালিয়ায় বোমা বিস্ফোরোণে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:১৮, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে বিস্ফোরণে আহত হয়েছে আরও ৩০০ জন। এখনও উদ্ধার কাজ চলছে। রাজধানী শহর মোগাদিসুর রাস্তায় পড়ে আছে বহু মানুষের দেহের ছিন্নভিন্ন অংশদেশটির তথ্য মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শনিবার ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয় মোগাদিসু শহরের ‘শারাফি’ নামে একটি হোটেলের প্রবেশ পথে। এ হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে রাখা ছিল বিস্ফোরক। বিস্ফোরণের কারণে সেই হোটেলের একাংশও ভেঙে পড়ে। চাপা পরে প্রাণ হারান বহু মানুষ।

মোগাদিসুর এক বাসিন্দা জানান, ২০০৭ সাল থেকে সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে সোমালিয়া। তবে এতো বড় নাশকতা আগে কখনও  দেখিনি।

প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে এই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। কিন্তু, আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি বা দায় স্বীকার করেনি। সূত্র:এপি এবং সিএনএন।

 

এম

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি