কান্দাহারে সেনাঘাটিতে তালেবান হামলায় নিহত ৪৩
প্রকাশিত : ১৪:২৫, ১৯ অক্টোবর ২০১৭
আফগানিস্তানের কান্দাহারে একটি সেনা ঘাটিতে তালেবানের হামলায় দেশটির অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছে আরও ৯ জন। খোঁজ মিলছে না কমপক্ষে ৬ জনের।
বুধবার ভোর রাতে দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের ওই সেনা ঘাটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় তালেবান। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।
আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওই ঘাটিতে দুটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এসময় ওই ঘাটিতে কমপক্ষে ৬০ জন সেনা সদস্য ছিলেন।
এর আগে মঙ্গলবার আফগানিস্তানের পাকতিয়া ও গজনী প্রদেশে সরকারি স্থাপনা লক্ষ্য করে সংঘটিত তালেবান হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। তাদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে পাকতিয়ার প্রাদেশিক রাজধানী গারদেজের একটি পুলিশ ট্রেনিং সেন্টারে পরিচালিত আত্মঘাতী হামলায়। সেখানে আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক। এছাড়া গজনীর একটি জেলা হেডকোয়ার্টারে সংঘটিত অপর হামলায় প্রাণ হারান ৩০ জন।
আর / এআর
আরও পড়ুন