সংকট নিরসনে কাতারের সঙ্গে সরাসরি আলাপ চায় না সৌদি : টিলারসন
প্রকাশিত : ১২:২০, ২৩ অক্টোবর ২০১৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, কূটনৈতিক সংকট সমাধানে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) দেশ সৌদি আরব প্রতিবেশী কাতারের সঙ্গে সরাসরি আলোচনা করতে রাজি নয়। তিনি রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।
গত কয়েক বছরের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদে সমর্থন ও মদদ দেওয়ার অভিযোগ তুলে গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আরব রাষ্ট্র কাতারের ওপর স্থল, নৌপথ ও আকাশপথ অবরোধও দেয় তারা । তবে কাতার বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এরইমধ্যে এ সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনসহ দেশটির কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: আল জাজিরা
/ এম / এআর
আরও পড়ুন