ট্রাম্প শিবির তথ্য চেয়েছিল উইকিলিকসের কাছে : অ্যাসাঞ্জ
প্রকাশিত : ১৬:৪১, ২৬ অক্টোবর ২০১৭
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় উইকিলিকসের কাছে তথ্য সহায়তা চাওয়া হয়েছিল বলে দাবি করেছেন সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছেন।
অ্যাসাঞ্জের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য কাজ করেছিল এমন একটি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উইকিলিকসের কাছে হিলারি ক্লিনটন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল উইকিলিকস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্ট-এ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই জুলিয়ান অ্যাসাঞ্জ এ বিবৃতি দিলেন। ডেইলি বিস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্স ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের গায়েব হয়ে যাওয়া ৩৩ হাজার ইমেইল প্রকাশের ব্যাপারে যোগাযোগ করেছিলেন।
ট্রাম্পের রুশ সংযোগ সংক্রান্ত তদন্তের ব্যাপারে জানা শোনা রয়েছে এমন দুটি সূত্রের বরাত দিয়ে ডেইলি বিস্ট জানায়,ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নিক্স তৃতীয় একটি পক্ষকে বলেছিলেন, হিলারি ক্লিনটনের গায়েব হয়ে যাওয়া ইমেইলগুলো প্রকাশে তিনি অ্যাসাঞ্জকে সহায়তা করতে চেয়েছিলেন এবং উইকিলিকসের প্রতিষ্ঠাতার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই সূত্রদ্বয়কে উদ্ধৃত করে ডেইলি বিস্ট আরও জানায়, নিক্সের ইমেইলের ভিত্তিতে সূত্র জানিয়েছে, অ্যাসাঞ্জ ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি তার সহায়তা চান না; নিজের মতো করেই কাজ করতে পছন্দ করেন।
ডেইলি বিস্টে খবরটি প্রকাশের পর বুধবার একটি টুইট করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে তিনি লিখেছেন, ক্যামব্রিজ অ্যানালিটিকা থেকে একটি অনুরোধ যে পেয়েছিলাম (গত বছরের নভেম্বরের আগে) তা আমি নিশ্চিত করতে পারি এবং এটাও নিশ্চিত করতে পারি যে ওই প্রস্তাবটি উইকিলিকস নাকচ করে দিয়েছিল।
আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দুই সূত্রকে উদ্ধৃত করে জানায়, নিক্স ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বড় অর্থদাতা রেবেকা মার্সারসহ বেশ কয়েকজনকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে তিনি বলেছিলেন, তিনি ট্রাম্পপন্থী রাজনৈতিক কর্ম কমিটি ও নির্বাচনী প্রচারণার জন্য একটি অনুসন্ধানযোগ্য ডাটাবেজ তৈরি করতে হিলারির ইমেইলগুলো চেয়ে অ্যাসাঞ্জকে ইমেইল করেছিলেন। মার্সার ও তার বাবা রবার্ট ক্যামব্রিজ অ্যানালিটিকার বড় বিনিয়োগকারী। ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্টিভ ব্যানন। পরে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দেন এবং হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য, গত আগস্টে পদত্যাগ করেছেন ব্যানন।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন