ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দ্বৈত নাগরিকত্ব : অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৭ অক্টোবর ২০১৭

নির্বাচনে অংশ নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব থাকায় অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নবি জয়েস এবং আরো চার রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির একটি আদালত।  

এর আগে একই ইস্যুতে এক রাজনীতিবিদ গত জুলাইয়েই পদত্যাগ করেন।

গত আগস্টে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তার পদে থাকার সময় নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন বার্নবি জয়েস। আগস্টে তা ছেড়ে দিলেও নির্বাচনের সময় দ্বৈত নাগরিক থাকায় সিনেটের নিম্নকক্ষের সদস্যপদ হারালেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবিধানে দ্বৈত-নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। অযোগ্য ঘোষণা হলেও দ্বৈত-নাগরিকত্ব ত্যাগ করায় জয়েস চাইলে নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন। উপনির্বাচনের মাধ্যমে আবারও ফিরে আসতে পারেন জয়েস।

অযোগ্য ঘোষণা হওয়ার পর এক বিবৃতিতে জয়েস বলেন, ‘আমি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরো বলেন, আমরা একটি অসাধারণ গণতন্ত্রের মধ্যে বাস করি, যেখানে সবার জন্য ভারসাম্য আছে, এখানে আমাদের সবার জন্য সমান স্বাধীনতা রয়েছে। এমন বিবেচনার জন্য আদালতকে ধন্যবাদ। সূত্র : বিবিসি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি