উ. কোরিয়ায় পরমাণু কেন্দ্র ধসে ২০০ জনের মৃত্যুর শঙ্কা
প্রকাশিত : ১৭:২৫, ৩১ অক্টোবর ২০১৭
উত্তর কোরিয়ায় একটি পরমাণু কেন্দ্রে সুড়ঙ্গ ধসে অন্তত ২০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত ১০ অক্টোবর ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফসহ একাধিক গণমাধ্যম। তবে বিষয়টি আজ বুধবারই ‘ব্রেকিং নিউজ’ হিসেবে দিচ্ছে গণমাধ্যমগুলো। পুনগুয়ে-রি নামে একটি পরমাণু কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
জাপানের টিভি চ্যানেল আসাহি জানায়, ধারণা করা হচ্ছে ওই সুড়ঙ্গধসে প্রথম ১০০ জন আটকা পরেন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরো ১০০ জন আটকা পরেন।
পরমাণু কেন্দ্রটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে মাউন্ট মানটাপে অবস্থিত। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, গত মার্চে করা পরমাণু পরীক্ষার সময় ওই পর্বতে ভূমিকম্পের সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উনের নির্দেশে করা তা ছিল ষষ্ঠতম পরমাণু পরীক্ষা।
সূত্র : দ্য সান
এমআর / এআর
আরও পড়ুন