ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন থমাস শ্যানন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৩ নভেম্বর ২০১৭

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।

আগামী ৫ থেকে ৬ নভেম্বর তিনি ঢাকা সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন।

বাংলাদেশ সফর শেষে ৬ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথে ঢাকা ছাড়বেন শ্যানন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার মধ্যকার অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। এছাড়া দেশটির ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ অক্টোবর)। বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে।

বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন থমাস শ্যানন।

অংশীদারিত্ব সংলাপে তিনটি ভাগে নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা ও সুশাসন নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপে দু’পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদিসহ সুযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি