ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ায় ১১ দিনের সফরে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এশিয়ায় ১১ দিনের লম্বা সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এ সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন ভ্রমণ করবেন। বিগত ২৫ বছরে এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘতম এশিয়া সফর।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ, দক্ষিণ চীন সাগর নিয়ে কোরীয় উপদ্বীপে প্রবল উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প জাপান সফরের মধ্য দিয়ে তার সফর শুরু করেছেন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে এশিয়ার দিকে যাত্রা শুরু করেন ট্রাম্প। পুরো সফরটিতে ট্রাম্পের সঙ্গে থাকছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরো উন্নত করবেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি অস্ত্র সমৃদ্ধকরণে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে চাপ দেবেন আঞ্চলিক পরাশক্তি চীনকে।

 

সূত্র : বিবিসি

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি