এশিয়া সফর
উ. কোরিয়াকে দমাতে পুতিনের সহায়তা চাইবেন ট্রাম্প
প্রকাশিত : ১১:১১, ৫ নভেম্বর ২০১৭
সফরের পূর্বনির্ধারিত বিষয় না হলেও, উত্তর কোরিয়াকে থামাতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ম্যারাথন (দীর্ঘ) সফরের অংশ হিসেবে আজ সোমবার জাপানে পৌছেছেন বিশ্বের ক্ষমতাধর এই নেতা।
প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজে অবস্থান করা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ‘আশা করছি, পুতিনের সঙ্গে আমরা সাক্ষাত করতে পারবো। উত্তর কোরিয়া ইস্যুতে আমরা পুতিনের সহায়তা চাই।’
এর আগে ট্রাম্প টোকিওর পশ্চিমে অবস্থিত জুকুতা ইউএস বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তিনি মার্কিন সেবাকর্মীদের বলেন, কোনো দেশ, কোনো স্বৈরশাসক এমনকি কেউ আমাদের অবমূল্যায়ন করতে পারবে না। আজ দুপুরে লাঞ্চের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ১২ দিনের দীর্ঘ সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম দীর্ঘ সফর।
##
এমজে/ এআর
আরও পড়ুন