কাবুলে টেলিভিশন স্টেশনে হামলা: বহ হতাহতের আশঙ্কা
প্রকাশিত : ১৫:৩২, ৭ নভেম্বর ২০১৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশনে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় বহুমানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে । এখনো হামলাকারীরা টিভি স্টেশনটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলে টিভি স্টেশনটির একজন প্রতিবেদক এএফপিকে জানিয়েছে।
ওই প্রতিবেদক আরও জানান, শামশাদ টিভি কার্যালয়ে গ্রেনেড নিক্ষেপ করতে করতে একদল সন্ত্রাসী প্রবেশ করে । পরে ব্যাপকহারে গুলি চালিয়েছে তারা। টেলিভিশনটির নাম হাসমত ইস্তানকই।
ঐ প্রতিবেদক আরও বলেন, ভিডিও ফুটেজে দেখি তিনজন বন্ধুকধারী গুলি করতে করতে টেলিভিশন অফিসটিতে প্রবেশ করছে। হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে বলেও তিনি জানান। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে।
তবে এদিকে তালেবানসহ কোন জঙ্গি সংগঠন হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। কাবুলের নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, সম্প্রতি কাবুলে জঙ্গি হামলা বেড়েছে । গত সপ্তাহে তালেবান ও আইএস কাবুলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
সুত্র: এএফপি
এমজে/ এআর
আরও পড়ুন