ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

উনকে খাট ও মোটা বলবেন না ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১২ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরষ্পরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, কিম আমাকে বুড়ো বলে অপমান করেছেন, কিন্তু আমি তাকে কখনো বেটে ও মোটা বলবো না।

গত রোববার এক টুইটার বার্তায়, ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ করেন। এর পর সিরিজ টুইট বার্তায় ট্রাম্প বলেন, কিম কেন আমাকে বুড়ো বলে অপমান করলো, আমি তো বেটে আর মোটা বলিনি। আমি সবসময় তার বন্ধু হতে চেয়েছি। আশা করি শিগগিরই এটি ঘটতে যাচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিয়েতনামে এপেক সম্মেলনে যোগ দেওয়ার পরই ট্রাম্প টুইটারে এমন বার্তা দেয়। এ সম্মেলনে যোগ দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়া ইস্যুতে শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন আদায়  করা।

এর আগে দক্ষিণ কোরিয়ায় দেওয়া ভাষণে কড়া ভাষায় উত্তর কোরিয়াকে হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের ঘাটিয়ো না, আমাদেরকে না । এর পরিণতি ভালো হবে না।’

এমজে/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি