ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়েতে সেনা অভ্যুত্থান হয়েছে: আফ্রিকান ইউনিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জিম্বাবুয়েতে সেনাবাহিনীর নজিরবিহীন হস্তক্ষেপকে সেনা অভ্যুত্থান বলে মন্তব্য করেছে আফ্রিকান ইউনিয়ন। সেনাবাহিনীর ক্ষমতা দখল ও প্রেসিডেন্ট মুগাবেকে বন্দী করার অভিযোগ তোলে আফ্রিকান ইউনিয়ন এ মন্তব্য করে ।

এদিকে অবিলম্বে সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানিয়েছে সংগঠনটি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি সেনাবাহিনীকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য তাগিদ দেন।

জ্যাকব জুমা আরও বলেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে রাজধানী হারারেতে গৃহবন্দী করে রেখেছে দেশটির সেনাবাহিনী। তবে তিনি সুস্থ আছেন। মুগাবের সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি যোগ করেন। তবে জ্যাকব জুমার অভিযোগ নাকচ করে দিয়ে সেনাবাহিনী বলছে, মুগাবে ঠিক আছে। শুধু তাকে ঘিরে রাখা দুর্নীতিবাজদের পাকড়াও করতেই এ অভিযানে নেমেছে মুগাবে।

এমজে/এআর

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি