ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কাশ্মীরে সেনা অভিযানে নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১৯ নভেম্বর ২০১৭

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে বিমান বাহিনীর এক কমান্ডারসহ ৭ জন নিহত হয়েছেন । নিহতদের ৬ জনই লস্কর-ই-তৈয়বার সদস্য।

জানা যায়, উত্তর কাশ্মীরের শ্রীনগর থেকে ৪০ কি.মি. দূরে হাজিন এলাকার চান্দেরগির গ্রামে লস্কর-ই-তৈয়বার বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠক করছে, এমন খবরে এলাকাটি ‘কর্ডন’ করে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল। এ সময় তাদের মধ্যে গুলাগুলি শুরু হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, যৌথ বাহিনী জঙ্গিদের গোপন আস্তানা ঘিরে ফেলার পরপরই, তারা আমাদের গুলি করা শুরু করে। বিপরীতে আমাদের সেনারাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৬ লস্কর সদস্য নিহত হয়। পাশাপাশা জঙ্গিদের গুলিতে বিমান বাহিনীর এক কমান্ডারও নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার জাকুরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে `আনসার উল গাজওয়াতুল হিন্দ` সংগঠনের শীর্ষ নেতা মুগিস আহমেদ ও পুলিশের একজন সদস্য নিহত হন।

সূত্র: এনডিটিভি

এমজে/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি