ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:০৮, ১৯ নভেম্বর ২০১৭

রাহুল গান্ধী-ই হতে যাচ্ছেন ভারতের কংগ্রেস দলের পরবর্তী সভাপতি। এমন খবর দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগামীকাল দলের কার্যকরী কমিটির সভায় নতুন নেতা নির্ধারণ করা হবে। আশা করা যাচ্ছে, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারতের সবচেয়ে বড় এ রাজনৈতিক দলের সভাপতির আসনে বসতে যাচ্ছেন তরুণ এ নেতা।

কংগ্রেস নেতাদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, আসন্ন ডিসেম্বর মাসে গুজরাট বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাহুল গান্ধীকে এ পদে বসানো হচ্ছে। এর মাধ্যমে মা সোনিয়া গান্ধীর কাছ থেকে দলটির দায়ভার গ্রহণ করবেন তিনি। সোনিয়া গান্ধীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ বছর দলটির নেতৃত্ব দিয়ে আসছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই শেষবারের মত দলটির কোনো সভায় সভাপতিত্ব করবেন সোনিয়া গান্ধী।

২০১৩ সালের জানুয়ারিতে দলটির সহ সভাপতির পদে আসীন হন রাহুল গান্ধী। এরপর থেকেই তাকে দলের ‘দ্বিতীয় শীর্ষ ব্যক্তি’ হিসেবে দেখা হচ্ছিল। গত বছরের নভেম্বরে দলটির কার্যকরী কমিটির এক সভায় রাহুলকে সভাপতি করতে ‘সন্দেহাতীতভাবে’ ছাড়পত্র দেওয়া হয়। এবার তাকে এই পদে আসীন করা হচ্ছে।

ভারতের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় সোনিয়াপুত্র রাহুল গান্ধী।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি