ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দায়মুক্তি পাচ্ছেন মুগাবে দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৭, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তাঁর স্ত্রী গ্রেস মুগাবে দায়মুক্তি পেতে যাচ্ছেন। পদত্যাগের পূর্বে প্রতিরক্ষাবাহিনীর সঙ্গে করা এক চুক্তির আওতায় তাকে দায়মুক্তি দিতে যাচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। তবে গ্রেস মুগাবের বিষয়ে সরাসরি  কিছু না বললেও, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র ‍জানিয়েছে গ্রেসও জিম্বাবুয়েতে বসবাস করতে পারবেন।

বিভিন্ন রাজনীতিক ও নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রবার্ট্ মুগাবের বয়সের কথা মাথায় রেখে তাকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা বাহিনী। দায়মুক্তির আশ্বস্ত দেওয়ার পরই মুগাবে এই সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত বুধবার দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থাকার পর সেনা অভ্যুত্থানের মুখে রবার্ট্ মুগাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এর আগে পদত্যাগে অস্বীকৃতি জানালে অভিশংন প্রক্রিয়া শুরু করে দেশটির পার্লামেন্ট।

জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেসি (এমডিসি-টি) বলছে, সরকারি ঘোষণা ছাড়া মুগাবের বিষয়টি স্পষ্ট করা যাচ্ছে না। তবে বিষয়টি অনেক জটিল।

সূত্র: বিবিসি

এমজে/এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি