ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার সিনেটে সমকামী বিয়ে অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৯ নভেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন হাউস সিনেট সম লিঙ্গের বিয়ে বৈধ করার জন্য বুধবার একটি বিল পাস করেছে। অস্ট্রেলিয়ান জাতীয় পরিসংখ্যান সংস্থা পরিচালিত একটি ডাক জরিপে সমকামিতাকে বৈধ করার অনুমোদন দেয় এবং এ সংশ্লিষ্ট বিলটি ৪৩/১২ ভোটে সিনেটে পাস হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের লিবারেল-ন্যাশনাল জোট সরকার এবং প্রধান বিরোধীদল লেবার পার্টি বলেছে যে, তারা ৭ ডিসেম্বরের মধ্যে সংসদে আইনটি পাস করতে চায়।

 

এদিকে অস্ট্রেলিয়ান সমকামীরা ইতোমধ্যে উৎসবে মেতেছে। বিলটি ‍যদি পাস হয় তাহলে অস্ট্রেলিয়া হবে সমকামী বিয়ের বৈধতা দেওয়া ২৬তম রাষ্ট্র।

 

সূত্র : রয়টার্স

 

এমআর/এসএইচ

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি