ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টিনায় দুই সামরিক কর্মকর্তার যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৩০ নভেম্বর ২০১৭

মানবতা বিরোধী অপরাধের দায়ে আর্জেন্টিনার দুই সাবেক নৌ কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সামরিক শাসন চলাকালে শত শত রাজনীতিককে নির্যাতন ও হত্যার দায়ে তাদের এ শাস্তি দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন আলফ্রেডো আসটিজ এবং জর্জ এডওয়ার্ড একোস্টা। তারা দুই জনই নৌ বাহিনীর সাবেক ঊর্ধতন কর্মকর্তা ছিলেন।

রায়ে আদালত বলেন, নৌবাহিনীর একটি স্কুলে বিরোধীদলীয় রাজনীতিকদের ধরে এনে নির্যাতন ও হত্যাকান্ড চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ অভিযোগে আদালতে আরও ৫৪ জনের বিচারকার্য চলছে বলে জানা গেছে।

ক্যাপ্টেন আলফ্রেডো আসটিজ আর্জেন্টিনায় মৃত্যুদূত হিসেবে পরিচিত ছিলেন। তবে রায়ের বিরুদ্ধে কোন আপিল করবেন না বলে তিনি ঘোষণা দিয়েছেন । আদালতে আসটিজ বলেন, আমি কখনো ক্ষমা চাইবো না।

একোস্টাকে তখন হিংস্র বাঘ হিসেবে চিনতো আর্জেন্টিনার অধিবাসীরা। তবে একোস্টা রায়ের কোন প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: বিবিসি

এমজে / এআর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি