ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বোমা হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৪ ডিসেম্বর ২০১৭

ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। আজ সোমবার সালেহের বাড়িতে এ বোমা হামলায় নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধান হুসেইন আল-হামিদিরও প্রাণহানি ঘটেছে। সোমবার হুথি নিয়ন্ত্রিত একটি রেডিও স্টেশন বলছে, বাসভবনে বোমা হামলায় সালেহ নিহত হয়েছেন।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে দেশত্যাগে বাধ্য হন। পালিয়ে থাকায় ইয়েমেনের নির্বাসিত এই প্রেসিডেন্টকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে একই বছরের ২৫ মার্চ থেকে হুথি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে সৌদি জোট।

জোটের হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার নারী ও শিশু রয়েছে। গৃহহীন হয়ে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ।

 

সূত্র : আল-জাজিরা

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি