ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বৈধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

৬টি মুসলিম দেশসহ মোট ৮টি দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করার আদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে তার আগে আঙ্গরাজ্যসমূহের আদালতে বিষয়টি অনুমোদিত হতে হবে বলে রায় দেন ৯ সদস্যের সর্বোচ্চ আদালতের বেঞ্চ।

৪ নভেম্বর সুপ্রিম কোর্ট এক শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে সর্বোচ্চ আদালতের রায়কে ডোনাল্ড ট্রাম্পের জন্য আদালতের সবুজ সংকেত বলে মনে করছেন বিশষজ্ঞরা। ৮টি দেশের মধ্যে ৬টি প্রধানত মুসলিম দেশ। দেশগুলো হলো ইরান, সিরিয়া, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেন, চাদ । এছাড়া ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

এর আগে প্রথম দফার ভ্রমণ নিষেধাজ্ঞাকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের আদালত স্থগিত করে দেন। পরে চলতি বছরের জুলাইয়ে দ্বিতীয় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। সেটিও আদালত স্থগিত করে দেন। রাষ্ট্রের নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয় নির্বাহী আদেশ জারি করে। এই আদেশে ইরাককে বাদ দিয়ে ৬টি দেশের কথা বলা হয়। সেটি আংশিক কার্যকর করা হয়েছিল বেশ কয়েক মাস আগে।

এই সপ্তাহের মধ্যে এ বিষয়টির বৈধতা নিয়ে শুনানি হবে সানফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া, রিচমন্ড এবং ভার্জিনিয়ার ফেডারেল কোর্টে । অবশ্য উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলার ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা নিম্ন আদালত অনুমোদন দিয়েছে আগেই।

বিভিন্ন গণমাধ্যমের খবর ও বিশ্লেষণে বলা হচ্ছে, সুপ্রিম কোটের অবস্থান পরিবর্তন ট্রাম্প প্রশাসনের একটি বড় আইনি বিজয়ের সমতুল্য। কেননা, আগে সংবিধান ও যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী বলে অঙ্গরাজ্য পর্যায়ের আদালতগুলো এই ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা স্থগিত করে দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

এমজে / এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি