যুক্তরাষ্ট্রে দাবানল ছড়িয়ে পড়েছে
প্রকাশিত : ১৯:১৪, ৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২১, ৫ ডিসেম্বর ২০১৭
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে দাবানল ছড়িয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকার ১০ হাজার একর জমি পুড়ে গেছে। এদিকে সান্তা পাওলোতে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে দাবানলের আগুন থেকে বাঁচতে এদিক ওদিক ছোটোছুটি করতে থাকে মানুষ। এসময় গাড়ি চাপা পড়ে একজন নিহত হয়েছে।
বিবিসি প্রতিবেদনে জানা যায়, দাবানলে বেশ কয়েকটি ভবন ধসে গেছে। হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ভেনটুরা শহরের প্রধান মার্ক লরেনজেন এবিসি নিউজকে বলেন, দাবানলের তান্ডব থেকে মানুষকে রক্ষা করতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে।
সূত্র: বিবিসি
এমজে
আরও পড়ুন