ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৈঠক বাতিল করলে ফল ভালো হবে না : হোয়াইট হাউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩১, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার জেরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাত বাতিল করতে যাচ্ছে ফিলিস্তিন। তবে বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, মাইক পেইন্সের সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাতের বিষয়টি বাতিল করলে এর ফল ভালো হবে না। শান্তি প্রক্রিয়ায় এটি আরও ব্যাঘাত ঘটাবে। এই মাসের শেষের দিকে ওই অঞ্চলে সফরে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় তিনি ফিলিস্তিন ছাড়াও মিশর ও ইসরায়েলে সফর করার কথা রয়েছে।

তবে ইতোমধ্যে প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ পার্টির এক সিনিয়র নেতা ঘোষণা করেছেন, মাইক পেইন্সকে ফিলিস্তিনে আসতে দেওয়া হবে না। শুধু তাই নয়, তার সঙ্গে প্রেসিডেন্ট আব্বাস কোনো সাক্ষাৎ করবে না বলে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট আব্বাস কোনো মন্তব্য করেননি।

সে কারণেই নির্ধারিত বৈঠক ফিলিস্তিন যাতে বাতিল না করে সেই মর্মে আগেই হুঁশিয়ারি দিয়ে হোয়াইট হাউস বলেছে, এই ধরণের সিদ্ধান্ত বরং আরো উল্টো ফল বয়ে আনবে।

 

সূত্র: বিবিসি

এমজে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি