ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লেবাননে যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও, ব্যাপক সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১০ ডিসেম্বর ২০১৭

লেবাননে ওয়াশিংটনের দূতাবাসের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েছে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আজ সোমবার বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ে যায় বিক্ষোভকারীরা। তাঁদের আটকাতে লেবাননের নিরাপত্তা বাহিনীর কর্মীরা টিয়ার শেল ও গরম পানি ছোঁড়ে। বিক্ষোভকারীদের আটকাতে রাস্তায় বেরিকেড দেয় নিরাপত্তা বাহিনী।  এসময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তায় বেরিকেড দেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা।

সূত্র: আল-জাজিরা

এমজে/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি