ভেনেজুয়েলায় বিরোধী দলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা
প্রকাশিত : ১০:৪২, ১১ ডিসেম্বর ২০১৭
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, গত মেয়র নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করেছে, কেবল সে দলগুলোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে।
এর আগে মেয়র নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দেশটির প্রধান বিরোধী দল জাস্টিস ফার্স্টসহ পপুলার উইল ও ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি নির্বাচন বয়কট করে। তবে মাদুরো বলেন, ভেনেজুয়েলার সব পদ্ধতি বিশ্বাসযোগ্য।
গত রোববার এক বক্তব্যে মাদুরো বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক মানচিত্র থেকে বিরোধীদলগুলো মুছে গেছে। যে দল আজ নির্বাচনে অংশগ্রহণ করলো না, নির্বাচন বয়কট করল, তারা আর কোনো ধরণের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
গত অক্টোবরে প্রধান তিন বিরোধী দল ৩০০ নগরেরও বেশি শহরে মেয়র নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন। রোববার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মাদুরোর দল সোস্যালিস্ট পার্টি নির্বাচনে বড় জয় পাবে বলে আশা করা হচ্ছে। তবে বিরোধীদলগুলো এ নির্বাচনকে প্রেসিডেন্ট মাদুরোর স্বৈরতন্ত্রের নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন।
সূত্র: বিবিসি
এমজে/এআর
আরও পড়ুন