ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৫ বছরের রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের রিপাবলিকানদের ঘাঁটি পুনরুদ্ধার করলো ডেমোক্র্যাটরা। শূন্য আসনে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রয় মুরকে হারিয়ে প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সিনেটর নির্বাচিত হলেন ডাগ জোনস।

এর মধ্য দিয়ে সিনেটে রিপাবলিকানদের `মেজরিটি’ অনেকটাই কমে গেল । এখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সিনেটে আসন সংখ্যা যথাক্রমে ৫১ ও ৪৯। রিপাবলিকানদের এই পরাজয়কে ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কয়েকদিন আগে এক কিশোরীর করা যৌন হয়রানির অভিযোগ রিপাবলিকানদের বেকায়দায় ফেলে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের একদিন আগে তিন নারী যৌন হয়রানিয়র অভিযোগ এনে ট্রাম্পের বিরুদ্ধে কনগ্রেশনাল তদন্তের দাবি জানান। এ দুই যৌন হয়রানির অভিযোগ রিপাবলিকানদের খাদের কিনারায় নিয়ে গেছে বলে মনে করছেন তারা।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ডাগ জোনসকে অভিনন্দন জানিয়েছেন। জোনস পেশায় একজন আইনজীবী। এক ভাষণে ডাগ জোনস জানিয়েছেন, এই প্রতিযোগিতা ছিল মর্যাদা আর সম্মানের লড়াই।

এর আগে গত নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল ভোটে পরাজিত করেছিল রিপাবলিকানরা। তবে রিপাবলিকান দলের ওই প্রার্থীকে এটর্নি জেনারেল নির্বাচিত হওয়ায় আসননি ফাঁকা হয়ে যায়। এরপর নির্বাচনের আয়োজন করে প্রশাসন। 

সূত্র: বিবিসি

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি