ভারতে সিনেমা স্টাইলে হামলায় বর নিহত: ৬ জনের মৃত্যুদন্ড
প্রকাশিত : ১১:৫২, ১৩ ডিসেম্বর ২০১৭
ভারতের তামিলনাড়ুতে দলিত সম্প্রদায়ের একজনকে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন ও আরও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর সঙ্কর (২২) নামের ওই ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পরে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। মনি সঙ্কর তাঁর চেয়ে উঁচু জাতের এক হিন্দু মেয়েকে বিয়ে করায় কনের পরিবার তাকে হত্যা করে। হামলায় মনি সঙ্করের স্ত্রী মারাত্মকভাবে আহত হন।
দণ্ডিতরা হলেন- কনের বাবাসহ তার পরিবারের আরও ৫ সদস্য। তবে অভিযোগ থেকে কনের মাকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই দম্পত্তি প্রকাশ্য দিবালোকে রাজপথে হাঁটছিলেন। ওই সময় সিনেমা স্টাইলে তাঁদের পথ রোধ করে কনের পরিবারের বেশ কয়েকজন সদস্য। পরে সঙ্করের উপর চাপাতি নিয়ে হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন সঙ্কর। তবে সঙ্করের স্ত্রী মারাত্মকভাবে আহত হন।
এ ঘটনায় ১১ জনকে আসামী করে আদালতে মামলা করে নিহতের পরিবার। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত ছয় জনের মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ৫ বছরের কারাদন্ড দেন। কনের মাসহ বাকি তিনজনকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
এমজে/ এআর
আরও পড়ুন