ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ঠেকাতে প্রস্তাব দিবে মিসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৭ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমের সংকটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে জাতিসংঘে এই প্রস্তাব তোলা হচ্ছে। কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এর সমর্থন করলেও যুক্তরাষ্ট্র বিরোধিতা করতে পারে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করে এমন দেশগুলো যেন জেরুজালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও প্রস্তাবে থাকছে।

চলতি মাসের শুরুতে তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার মার্কিন সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানায় আরব বিশ্বের নেতারা। ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পথে নেমে আসেন ফিলিস্তিনের মানুষ।

জেরুজালেম ইস্যুতে ইসরায়েলি সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে গত শুক্রবার মারা গেছেন চারজন ফিলিস্তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি