ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমাদের বিপক্ষে ভোট দিলে আর্থিক সাহায্য কমিয়ে দেবো : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৪, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তের বিপক্ষে যে সব রাষ্ট্র অবস্থান নিবে তাদেরকে আর্থিক সহায়তা কমিয়ে দিবেন বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন যে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে তার স্বীকৃতির সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা খসড়া প্রস্তাবনায় যে সেব রাষ্ট্র ভোট দেবে তাদের অর্থনৈতিক সাহায্য কমে যাবে। গতকাল বুধবার হোয়াইট হাউজে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা লাখ লাখ, কোটি, কোটি ডলার সাহায্য নিচ্ছে, আর আমাদেরই বিরুদ্ধে ভোট দিচ্ছে। ঠিক আছে, কারা এ ভোট দেয় আমরা দেখছি। তারা আমাদের বিরুদ্ধে ভোট দিক। আমরাও প্রচুর অর্থ বাঁচাবো। এতে আমাদের কিছু যায় আসে না।

ট্রাম্পের জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবনা নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সোমবার ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দেওয়ার পর বিষয়টি সাধারণ পরিষদে তোলা হচ্ছে।

 

সূত্র : বিবিসি

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি