ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া সাবমেরিনের সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৫, ২১ ডিসেম্বর ২০১৭

১০৩ বছর পর পাওয়া গেলো অস্ট্রেলিয়ার প্রথম সাবমেরিন ‘এইচএমএএস এই-১’ (HMAS AE-1) এর ধ্বংসাবশেষ। প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া যৌথবাহিনীর প্রথম সাবমেরিন ছিলো এটি। ১৯১৪ সালে পাপুয়া নিউগিনি’র রাবাউল থেকে ৩৫ জন অস্ট্রেলিয়ান ও বৃটিশ ক্রু সহ উধাও হয়ে গিয়েছিলো এটি। পাপুয়া নিউগিনির ডিউক অব ইয়র্ক দ্বীপের কাছে সাবমেরিনটি খোঁজার ১৩ নম্বর সার্চ টিম এটির সন্ধান পায়।

অস্ট্রেলিয়ার সরকার বলেছে, এর ফলে দেশের নৌযান সংক্রান্ত সবচেয়ে পুরোনো রহস্যের সমাধান হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী ম্যারাইস পেইন বলেন, অস্ট্রেলিয়ার সামুদ্রিক নৌযানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি।

প্রথম বিশ্বযুদ্ধে রয়েল অস্ট্রেলিয়ান নেভি ও যৌথ বাহিনীর প্রথম সাবমেরিন হারানোর ঘটনা ছিলো এটি।

সমুদ্রের নিচে অনুসন্ধান চালাতে সার্চ টিম একটি আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে যেটি সমুদ্রের তলদেশের ৪০মিটার (১৩১ ফুট) উপর ভেসে অনুসন্ধান চালায়। ৩০০ মিটারের বেশি গভীর পানিতে পাওয়া যায় ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ।

 

সূত্র : বিবিসি

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি