তুরস্কে ২৭৫৬ সরকারি কর্মী ছাটাই
প্রকাশিত : ১৩:০৫, ২৪ ডিসেম্বর ২০১৭
‘সন্ত্রাসী কার্যক্রমের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭৫৬ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে তুরস্ক। সেনাবাহিনী থেকে শুরু করে বেসামরিক প্রশাসন এমনকি অনেক শিক্ষকও আছেন এ ছাটাই তালিকায়।
তুরস্ক সরকারের প্রকাশিত এক গেজেটের সূত্র দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত করা হয় এসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে। এসব কর্মীর সরকারি কাজে নিয়োজিত থাকা জাতীয় নিরাপত্তার জন্য হুপমকিসরুপ বলেও উল্লেখ করা হয় গেজেটে।
গত বছরের জুলাইতে প্রেসিডেন্ট এরদোগানকে ক্ষমতাচ্যুত করার এক ব্যর্থ অভ্যুত্থানের পর অন্তত ৫০ হাজার লোককে গ্রেফতার করা হয়। চাকরি হারায় অন্তত দেড় লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি।
এ ধরনের রাষ্ট্রদ্রোহী কাজ ভবিষ্যতে যেন না হয় তার জন্য এমন শুদ্ধি অভিযান প্রয়োজন বলে জানায় দেশটির সরকার।
সূত্রঃ রয়টার্স
//এস এইচ এস// এআর
আরও পড়ুন