ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীন উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করছে : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর কোরিয়ার ওপর। এটা যুক্তরাষ্ট্রের চাপেই মূলত করা হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম দাবি করেছেন উত্তর কোরিয়ায় চীন জ্বালানি তেল সরবরাহ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে এমন অভিযোগ করেন ট্রাম।

ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, একেবারে হাতেনাতে ধরা পড়েছে, এটা খুবই হতাশাজনক যে চীন উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করতে দিচ্ছে। এমন চলতে থাকলে কখনোই উত্তর কোরিয়া সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান হবে না।

উত্তর কোরিয়ায় তেলের আমদানি ৯০ শতাংশ কমিয়ে আনতে গত সপ্তাহে জাতিসংঘের আনা এক সিদ্ধান্তে সমর্থন জানায় চীন। কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রুখতে যুক্তরাষ্ট্রের তদারকিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘের সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানানো সত্ত্বেও চীন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের কয়েকটি তেলের ট্যাংকার গোপনে উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করেছে বলে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসান ইলবোতে খবর প্রকাশিত হয়। এর পরই চীনের বিরুদ্ধে অভিযোগ করেন ট্রাম্প।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি