ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ, চীনা জাহাজ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:৩৬, ২৯ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়াগামী ৬০০ টন জ্বালানি পূর্ণ ‘চীনের’ একটি জাহাজ আটক করেছে দক্ষিণ কোরিয় নৌ বাহিনী। গত অক্টোবরে জাহাজটি আটক করলেও শুক্রবার দক্ষিণ কোরিয়ার সরকার বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় চীনা এ জাহাজটি আটক করেছে দেশটির নৌ বাহিনী।

দক্ষিণ কোরিয় সরকার বলছে, হংকং-এর পতাকাবাহী জাহাজটি জাপান থেকে পিইংইয়ং-এর দিকে যাচ্ছিল। দেশটির নৌ বাহিনী বলছে, তারা চলতি বছর ১১ হাজার ২৫৩ টন তেল জব্দ করেছে। একইসঙ্গে ওই জাহাজের নাবিকসহ অন্যদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করে আসছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করার একদিন পরই দক্ষিণ কোরিয়া চীনা জাহাজ আটকের বিষয়টি স্বীকার করেছে।

তবে দক্ষিণ কোরিয়ার তথ্যের কোন সত্যতা পাওয়া যায়নি। যে জাহাজটি আটক করা হয়েছে, সেটি তাইওয়ানের কোম্পানি বিলিয়নস বান্কার গ্রুপ করপোরেশন ভাড়া নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ১১ অক্টোবর জাহাজটি দক্ষিণ কোরিয়ার বন্দর জেসোতো পৌছায়। পরে সেখানে জাপান থেকে আনা ১৪ হাজার ৩৯ টন জ্বালানি তাইওয়ানের নিয়ে যাওয়ার কথা জানায় জাহাজ কর্তৃপক্ষক। তবে ঘটনার ৪দিনপর জাহাজটি আন্তর্জাতিক সীমানায় ৪টি জাহাজে তেল হস্থান্তর করে।

তাইওয়ানে জ্বালানি নিয়ে যাওয়ার কথা থাকলেও তা ক্ষুদ্র-ক্ষুদ্র ভাগে উত্তর কোরিয়ায় পৌছে দিচ্ছিল তেলের ট্যাঙ্কগুলো। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়াগামী জাহাজটি দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর সদস্যদের চোখ এড়াতে পারেনি।

এদিকে গতকাল এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘চীন এবার একেবারে হাতেনাতে ধরা পড়েছে। এতদিন সন্দেহ করে আসলেও, এবার তা বাস্তবে প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, এটা খুবই হতাশাজনক যে, চীন উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করতে দিচ্ছে। এমনটি চলতে থাকলে কখনোই উত্তর কোরিয়া সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান হবে না।

জানা যায়, উত্তর কোরিয়ায় তেলের আমদানি ৯০ শতাংশ কমিয়ে আনতে গত সপ্তাহে জাতিসংঘের আনা এক সিদ্ধান্তে সমর্থন জানায় চীন। কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রুখতে যুক্তরাষ্ট্রের তদারকিতেই ওই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে উত্তর দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে চীনা তেল সরবরাহের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর মার্কিন প্রশাসনের অভিযোগ, কোরিয়া ইস্যুতে দুমুখো নীতি গ্রহণ করেছে দেশটি।

সুত্র: সিএনএন

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি