সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান
প্রকাশিত : ২১:৫১, ২৯ ডিসেম্বর ২০১৭
ইরানে দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। ইরানের বেশ কয়েকটি শহরে সরকার বিরোধীরা বিক্ষোভ করেছে। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের চরম ঊর্ধগতি ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারীরা গতকাল বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে বিক্ষোভ করে আসছে। শুক্রবার আবারও দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় কমপক্ষে ৫২ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।
সবচেয়ে বড় লোকসমাবেশের ঘটনাটি ঘটেছে ইরানের পশ্চিমাঞ্চলের শহর কেরমানশাহতে। এছাড়া দক্ষিণের শহর শিরাজও আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে গত বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাসাদ-এ বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।
এদিকে সরকারের পক্ষ থেকে আন্দোলন বন্ধ করতে বারবার হুশিয়ারি দিলেও আন্দোলনকারীরা পিছু হঠছে না। একইসঙ্গে তারা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তেহরানের গভর্নর জেনারল বলছেন, কোন শহরে বিক্ষোভের কোন অনুমতি নেই। তাই, যারাই আইন ভঙ্গ করে বিক্ষোভ-মিছিল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিক্ষোভের ভিডিও প্রকাশ না করার জন্য আদেশ দিয়েছেন।
সুত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন