ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উভয় লিঙ্গদের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনীতে এবার নিয়োগ পেতে যাচ্ছেন উভয় লিঙ্গের মানুষেরা। যুক্তরাষ্ট্রের  প্রতিরক্ষা বিভাগ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জানুয়ারি থেকেই বৃহন্নলাদের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে উভলিঙ্গের মানুষদের নিয়োগ দেওয়া নিষিদ্ধ করে। তবে গত বৃহস্পতিবার ওয়াশিংটন ও ভার্জিনিয়ার ফেডারেল কোর্ট ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে না ট্রাম্প প্রশাসন।

এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে আগামী জানুয়ারি থেকেই বৃহন্নলাদের নিয়োগ দেওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষমন্ত্রী জেমস ম্যাটিস। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার সরকার আদালতের বিরুদ্ধে আপিল করবে না। 

এদিকে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, আদালতের রায়ের পরই প্রতিরক্ষা মন্ত্রণালয় হিজড়াদের নিয়োগে প্রস্তুতি নিচ্ছে। তারা ১লা জানুয়ারি থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগলাভের জন্য আবেদন করতে পারবেন।

সুত্র: রয়টার্স

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি