ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বছরের শুরুতেই রক্তাক্ত নাইজেরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বছরের শুরুতেই বন্দুকধারীর হামলায় নাইজেরিয়াতে নারী ও শিশুসহ ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার দেশটির তেলসমৃদ্ধ এলাকা রিভার স্টেটে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, চার্চ থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এত ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হন। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক ধর্মীয় যাজক জানান, চার্চ থেকে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওমুকোর কিরগানি রোডে পুণ্যার্থীদের উপর হামলা চালায় বন্দুকধারীরা। এতে নারী ও শিশুসহ ১৪ জনের প্রাণহানি ঘটে। হামলায় বেশ কয়েকজন আহতও হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুটি ভিন্ন এলাকা-কিরিগানি এবং ওবুহ অ্যাক্সিস থেকে তীর্থযাত্রীদের উপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ।

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি