ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাজাপ্রাপ্ত মাদক পাচারকারীর মিউজিক ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্যাপেল করবি নামে অস্ট্রেলিয়ান এক মাদক পাচারকারীর মিউজিক ভিডিও প্রকাশ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়।

ইন্দোনেশিয়াতে মাদক পাচার করার দায়ে জেল হয় করবির। দশ বছর কারাভোগের পর তিন বছর প্যারোলে কাটান তিনি। কয়েক মাস আগে ফিরে আসেন অস্ট্রেলিয়াতে।

কয়েকদিন আগে একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যায় করবিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ভিডিওটি প্রকাশের পরেই আলোচনার ঝড় ওঠে অস্ট্রেলিয়া জুড়ে।

“পাম ট্রি” নামের এ গানের ভিডিওতে দেখা যায় শ্যাপেল করবিকে। সেখানে তাকে গাইতে দেখা যায়, “আমি কুইন্সল্যান্ডে আছি, এখানে রৌদ্রকরোজ্জল। আমার পেছনে অনেক পাম গাছ।”

মিউজিক ভিডিও-টি তৈরি করতে “খুবই মজা হয়েছে” উল্লেখ করে ইন্সটাগ্রামে একটি পোস্টও করেন করবি। মূলত এর পরেই অস্ট্রেলিয়া সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায়।

কেউ কেউ এটিকে “সুপথে” ফিরে আসার সহায়ক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানাচ্ছে। কেউ কেউ তাকে অস্ট্রেলিয়ার সত্যিকার ‘আইকন’ হিসেবে উল্লেখ করেন।

আবার অন্যদিকে কেউ কেউ এটিকেও “ধাপ্পাবাজি” মনে করছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার বালিতে সাড়ে চার কেজি গাঁজা নিয়ে ধরা পড়েছিলেন শ্যাপেল করবি।

সূত্র: বিবিসি

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি