শিশুর ডিএনএ জানালো প্রথম আমেরিকানদের ইতিহাস
প্রকাশিত : ১৬:০৪, ৫ জানুয়ারি ২০১৮
আমেরিকা মহাদেশে মানুষের আগমন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে এক কন্যা শিশুর ডিএনএ। ১১ হাজার ৫০০ বছর আগের এক কন্যা শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষা করে এ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।
পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য। তবে এই গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে জানা যায়নি।
বিজ্ঞানীরা বলছেন, এই ডিএনএ পরীক্ষা থেকে এখন জানা যাচ্ছে, ২০ হাজার বছর আগে সাইবেরিয়া থেকে এক ঝাঁক মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিলেন। এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।
অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকানদের পূর্বপুরুষ। ছয়-বছর বয়সী এই মেয়ে শিশুটির কঙ্কাল ২০১৩ সালে আপওয়ার্ড সান রিভার প্রত্নতাত্ত্বিক খননের জায়গায় খুঁজে পাওয়া যায়।
সূত্র: বিবিসি
একে//এসএইচ
আরও পড়ুন