ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৭ জানুয়ারি ২০১৮

চীনের সমুদ্র উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজের অন্তত ৩২ জন নাবিক নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৩০ জন ইরানের ও দু’জন বাংলাদেশি রয়েছেন। শনিবার সন্ধার দিকে উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলছে, পানামার নিবন্ধিত তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে হংকংয়ের একটি মালবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ইয়াঙজে নদীর মোহনা থেকে ১৬০ মাইল পূর্ব সমুদ্র উপকূলে এই সংঘর্ষ হয়।
নিখোঁজ ৩২ নাবিক তেলবাহী ট্যাঙ্কারের নাবিক ছিলেন। তবে হংকংয়ের মালবাহী জাহাজের ২১ চীনা নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে ও উদ্ধারের জন্য আটটি সামুদ্রিক যান দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।
চীনের সমুদ্র গবেষণা ও উদ্ধার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পর কোরীয় উপকূল থেকেও কোস্টগার্ডের একটি জাহাজ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
সূত্র : সিনহুয়া।
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি