ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্দুকধারীদের হামলায় সেনেগালে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সেনেগালের বিরোধপূর্ণ দক্ষিণাঞ্চল কাসামান্সে শনিবারে বন্দুকধারীদের হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের সবাইকে গুলি ও শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর দাবি, এমডিএফসির দুই সদস্য সম্প্রতি কারাগার থেকে মুক্তির পর এ ধরনের ঘটনা ঘটলো। এ ঘটনার সঙ্গে তাদের যোগাসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

শনিবারের ওই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

সেনেগালের কাসামান্স রাজ্য দীর্ঘদিন ধরে অশান্ত। দীর্ঘদিন ধরে সেনেগালের দক্ষিণাঞ্চল কাসামান্সে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। ১৯৮২ সাল থেকে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্সেস অব কাসামান্স (এমডিএফসি)। সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের লড়াই চলছে।

সূত্র: এবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি