ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ায় সমকামীদের প্রথম বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৯ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই সমকামী তরুণ। পৃথিবীতে সমকামীদের আনুষ্ঠানিক বিয়ের এটিই প্রথম নজির।

অস্ট্রেলিয়ান অ্যাথলেট লুক সুলিভান (২৩) এবং ক্রেইগ বার্নস (২৯) আজ মঙ্গলবার মধ্যরাত হওয়ার সাথে সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে এ অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ শপথ নেন তারা।

অস্ট্রেলিয়ার সংসদে গত মাসে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পর থেকেই কারা হচ্ছেন প্রথম আনুষ্ঠানিক সমকামী দম্পতি তা দেখতে মুখিয়ে ছিল অস্ট্রেলিয়াবাসী। সবকিছু ছাপিয়ে আজ তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।

সুলিভাব এবং বার্নসের প্রায় ৫০ জন আত্মীয় ও বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হয় এ বিয়ে।

বিয়ের পর “উচ্ছ্বসিত” সুলিভান বার্তা সংস্থা বিবিসিকে বলেন, “আমার ইন্সটাগ্রামের মেসেজ ইনবক্স রীতিমত মেসেজে ভেসে যাচ্ছে। আমাদের প্রতি ভালবাসা এবং সমর্থন জানিয়ে অনেকেই মেসেজ দিচ্ছে। এদের বেশির ভাগকেই আমরা চিনি না। তাদের এমন ভালবাসায় আমরা সত্যিই আবেগাপ্লুত”।

অস্ট্রেলিয়ার সামাজিক প্রেক্ষাপটের জন্যেও নিজেদের এ বিয়েকে বেশ ইতিবাচক এক পদক্ষেপ হিসেবেও মন্তব্য করেন সুলিভান।

অন্যদিকে সুলিভান এবং ক্রেইগের বিয়ের প্রায় একই সময়ে মেলবোর্নে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরেক সমকামী দম্পতি ডায়ানা এবং ডেয়ান্নে রিবেইরো। নিজেদের বিয়েকে “স্বপ্ন” হিসেবে মন্তব্য করেন ডায়ানা রিবেইরো।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার আগে পৃথিবীর আরও ১৯টি দেশে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে। অস্ট্রেলিয়ার একটি স্থানীয় ব্যাংক এএনজি এক বিবৃতিতে জানায়, সমকামীদের বিয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার জাতীয় অর্থনীতিতে চলতি বছরে প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অবদান রাখতে পারে।

সূত্র: বিবিসি

এসএইচএস/টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি