ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনে ১৬৫ বার পর্নসাইটে ঢুকার চেষ্টা করেন ব্রিটেনের এমপিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:২৯, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গত বছরের জুনের নির্বাচনের পরবর্তী ছয় মাসে বিভিন্ন পর্ন সাইটে প্রবেশের জন্য গড়ে প্রতি দিন ১৬৫ বার চেষ্টা করা হয় ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কম্পিউটার, মুঠোফোন এবং ট্যাব থেকে এসব চেষ্টা করা হয়।

ব্রিটিশ সাংসদদের পর্ন সাইটে প্রবেশের চেষ্টার এমন তথ্য সম্প্রতি প্রকাশ করে ব্রিটেন প্রেস এসোসিয়েশন। গত ৬ মাসে সাংসদদের পর্ন সাইটগুলোতে প্রবেশের চেষ্টার মোট পরিমাণ প্রায় ২৪ হাজার ৪৭৩টি।

সব চেয়ে বিস্ময়কর তথ্য এই যে, সংসদের অধিবেশন চলাকালীন অবস্থায়ই চুটিয়ে অশ্লীল ছবি-ভিডিও দেখেন সাংসদ এবং আরও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা। ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ ছাড়াও সরকারি ডেস্কটপ কম্পিউটার থেকেও করা হচ্ছে এ অপকর্ম।  হাতে নাতে ধরাও পরেছেন কেউ কেউ।

ব্রিটিশ সাংসদের এমন কর্মকাণ্ডে বেশ বিব্রত দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। এর আগেই যৌন কেলেঙ্কারিতে পুলিশকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন নিজের দীর্ঘদিনের বন্ধু ডামিয়ান গ্রীনকে।

সংসদের বিনামূল্যের ওয়াইফাই এবং ল্যান সংযোগ দিয়ে এসব পর্ণোগ্রাফিক সাইটে ঢোকার চেষ্টা করেন সাংসদেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/ইন্ডেপেন্ডেন্ট

এসএইচএস/টিকে   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি