ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্তুগালে ভবনে আগুনে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:১০, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পর্তুগালের উত্তরাঞ্চলে স্থানীয় একটি অবসর সমিতির স্থাপনায় আগুন লেগে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার রাতে ভিলা নোভা দা হাইনা শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকজন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে শহরটির মেয়র জোসে আন্তোনিয়ো জেজাজুস জানিয়েছেন, ওই ভবনটিতে কার্ড টুর্নামেন্টে অংশ নিতে এবং দেখতে ৬০ জনেরও বেশি লোক জড়ো হয়েছিল্। ওই সময় আগুন লাগার এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, এতে অনেক লোক আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানাতে পারেননি তিনি।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি