ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৫ জানুয়ারি ২০১৮

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। শহরের তাইরান স্কয়ার এলাকায় ওই হামলায় আরও শতাধিক আহত হয়েছেন।

২০১৪ সালে আইএস দখলে যাওয়ার পর থেকে বারবার আত্মঘাতী হামলার শিকার হচ্ছে বাগদাদ। তবে গত মাসে বাগদাদকে আইএস দখলমুক্ত এলাকা ঘোষণা করে ইরাকি সরকার। এরপর থেকে এলাকাটিতে বোমা হামলার ঘটনা কমতে থাকে।

দেশটির অভ্যন্থর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের আক্রমণের পেছনে দুই পুরুষ জড়িত। ওই দুই পুরুষ ‘সুইসাইড ভেস্ট’ পরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। জানা গেছে, তাইরান স্কয়ার এলাকাটিতে প্রতিদিন সকালে দিন মজুররা কাজ পাওয়ার আশায় জড়ো হন। বিশেষ করে ওই দিন নির্মানকর্মীরা ওই এলাকায় জড়ো হয়েছিল। তাই ওই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক।

তবে সম্প্রতি বাগদাদে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে। রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ওই এলাকাটি বর্তমানে সেনাবাহিনী ঘিরে রেখেছে। উল্লেখ্য, গত শনিবার উত্তর শহরের একটি চেক পয়েন্টে আত্মঘাতী হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

সুত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি