ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মার্কিন ‘বিএসএফ’ পরিকল্পনার তীব্র সমালোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১৬ জানুয়ারি ২০১৮

সিরিয়ার পূর্ব উপকূলে মার্কিন-সমর্থিত মিলিশিয়াদের নিয়ে একটি নতুন বাহিনী গঠনের জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেছে সিরিয়ার সরকার ও তার মিত্র রাশিয়া, এবং তুরস্ক।

প্রায় ৩০ হাজার সদস্য নিয়ে এই বাহিনীটি গঠিত হবে এবং এতে বিপুল সংখ্যায় থাকবে কুর্দি যোদ্ধা।

আমেরিকানদের নেতৃত্বে যে কোয়ালিশন সিরিয়ায় বিরোধীদের সাহায্য করছে, তারা রোববার ঘোষণা করে যে তুরস্কের দক্ষিণ সীমান্ত লাগোয়া অঞ্চলে একটি সীমান্তরক্ষী বাহিনী তৈরির প্রক্রিয়া তারা শুরু করেছে। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আর এই বাহিনীর কম্যান্ড বা নেতৃত্বে থাকবে প্রেসিডেন্ট আসাদের বিরোধী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ।

আর আমেরিকানদের এই পরিকল্পনা জানার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ায়।

সিরিয়া বলছে, এধরনের বাহিনী তৈরি করাটা হবে সিরিয়ার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।

রাশিয়া বলছে, এই বাহিনী সিরিয়ার বিভক্তি ডেকে আনতে পারে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তার ভাষায় `সন্ত্রাসী` এই বাহিনীকে আঁতুড়ঘরেই ধ্বংস করে দেয়া হবে।

সূত্র: বিবিসি

একে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি