অলিম্পিকে দুই কোরিয়া এক পতাকার নিচে
প্রকাশিত : ১০:২০, ১৮ জানুয়ারি ২০১৮
দুই বছরেরও বেশি সময় পর দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে আলাপ-আলোচনা হলো। আগামী মাসে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে একসঙ্গে এক পতাকার নিচে হাঁটতে যাচ্ছে দুই কোরিয়া।
সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আইস হকি বা বরফের ওপরে হকি খেলার ইভেন্টে দুই দেশ যৌথভাবে দল গঠন করবে।
আগামী ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অলিম্পিকের এই আসর দক্ষিণ কোরিয়ায় হবে।
উত্তর ও দক্ষিণের সহযোগিতামূলক এই অভিনব সম্পর্ককে স্বাগত জানিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাঙ কিইয়ুঙ-ওয়াহ বলছেন, সব মিলিয়ে এটি একটি ইতিবাচক প্রতিযোগিতা। এটি খেলার জন্য ইতিবাচক হবে, দক্ষিণ কোরিয়ার জন্য ইতিবাচক হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি ইতিবাচক বার্তা দেবে।
সব কিছু ঠিক-ঠাক থাকলে, কয়েকশ লোকের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়া থেকে দক্ষিণে যাবে। সেই টিমে থাকবেন ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন অর্কেস্ট্রা বাদক এবং ৩০ জন তায়েকোয়ান্দ অ্যাথলেট। এই ডেলিগেশন কোরীয় সীমান্ত অতিক্রমের অনুমতি পেয়েছে।
সূত্র: বিবিসি।
একে//এসএইচ
আরও পড়ুন