ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজনীতিতে আসছেন নওয়াজ কন্যা মরিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ২০ জানুয়ারি ২০১৮

পাকিস্তানের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ খবর প্রকাশ করে।

সূত্রের পরিচয় গোপন রেখে শুক্রবার এক প্রতিবেদনে ডন আরও জানায়, চলতি বছরে দেশটির সাধারণ নির্বাচনেও অংশ নিবেন মরিয়ম।

প্রতিবেদনে বলা হয়, লাহোরের ‘এনএ-১২০’ নামের নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মরিয়ম। এই আসন থেকেই ২০১৩ সালে নির্বাচনে জয় লাভ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন মরিয়মের বাবা নওয়াজ শরীফ।

পাশাপাশি প্রাদেশিক নির্বাচনের জন্যও জনসংযোগ প্রচারণায় অংশ নেবেন মরিয়ম। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার খবরে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি মরিয়ম নওয়াজ।

৪৪ বছর বয়সী মরিয়ম ১৯৭৩ সালে সালে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে পাকিস্তানের সামরিক অভ্যুত্থানে তার জড়িত থাকার গুঞ্জন আছে। সেই অভ্যুত্থানে জড়িত থাকার জন্য তার পুরো পরিবারকে নির্বাসিত করা হয়।

বেশ কয়েক বছর ধরেই তিনি আন্তর্জাতিক রাজনীতিতে আগ্রহী হয়ে উঠছিলেন বলে দেশটির রাজনৈতিক পাড়া সূত্রে জানা যায়।

সূত্র: ডন

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি